অসহায় ও দুঃস্থ-মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অসহায় ও দুঃস্থ-মানুষের জন্য ঈদ বস্ত্র বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন নিরাময় ফাউন্ডেশন ও আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) পরিবার। গতকাল ১৩ জুলাই, সোমবার তিনটি ভিন্ন স্পটে প্রায় ৮০ জন অসহায় ও দুঃস্থ-মানুষের মধ্যে যৌথভাবে ঈদের নতুন কাপড় বিতরণ করে এই দুইটি সংগঠন।
সোমবার বিকাল ৪.৩০ ঘটিকার দিলে মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তেলায়াতের মধ্য দিয়ে। এতে উপস্থিত ছিলেন নিরাময়’র প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোঃ গোলাম সানভির (অর্নীল), এগ্রীবা’র প্রতিষ্ঠাতা জোবায়ের আলম,সাংবাদিক সাইফুল ইসলাম জনী, বিশিষ্ট সমাজ সেবক নয়ন, মিল্কি, নাইম, আকাশ, রাজু, কাকন, আনোয়ার, আশরাফুল, তৃষা, ফিরোজ প্রমূখ।
এগ্রীবা’র প্রতিষ্ঠাতা জোবায়ের আলম জানান, আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) প্রতিষ্ঠালগ্ন হতে গত ২ বছর যাবৎ বিভিন্ন সেবামূলক উন্নয়নশীল কার্যক্রম করে আসছে, তন্মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষ-রোপন, প্রাথমিক চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসার ব্যাবস্থা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধি অভিযান।
নিরাময়’র সভাপতি ও পরিচালক মোঃ গোলাম সানভির জানান, এবারের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে নিয়েছি আমরা, সামর্থ্য অনুযায়ী টাকার মধ্যে একটি পোশাক কিনে দিয়েছি অসহায় মায়েদের, একসাথে ইফতার করেছি।
এই সংগঠন দুইটি এর আগে যৌথ ভাবে পহেলা বৈশাখে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন, মা দিবসে “মায়ের জন্য ভালবাসা” ইভেন্টের আয়োজন করে।