সাংগঠনিক বৈশিষ্ট্যঃ
"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)”র ভিশন,মিশন এবং মূল্যবোধকে লক্ষিত পথে পরিচালিত করার জন্য কিছূ বৈশিষ্ট্য সাংগঠনিক কৃষ্টি/কালচার হিসাবে অনুমোদিত হবে। সংগঠনের সকল কর্মী সদস্য, স্বেচ্ছাসেবী এবং ব্যবস্থাপনা পর্ষদ সকলে মিলে এই লক্ষ অর্জনে সচেষ্ট থাকব। আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) – একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, প্রগতিকামী, স্বেচ্ছাসেবী সেবামূলক অলাভজনক এবং উন্নয়নমূলক সামাজিক পর্জায়ক্রমে জাতীয় সংগঠন।
সংগঠনের কিছু উলেস্নখযোগ্য বৈশিষ্ট্য হল:
পারিবারিক পরিবেশ :
আমরা আমাদের কর্মী সদস্য,স্বেচ্ছাসেবী ,ব্যবস্থাপনা পর্ষদ সর্বোপরি সকলের জন্য সংগঠনে পারিবারিক বন্দ্ধুভাবাপন্ন্ পরিবেশ বজায় রাখব। পারষ্পরিক সহযোগীতার মাধ্যমে আমরা একে অপরের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকব এবং ক্ষেত্র বিশেষে পরষ্পরের সুন্দর আনন্দময় সময়গুলো একসাথে উপভোগ করব।
দায়িত্ব সচেতনতা:
সংগঠনের অভ্যন্তরে ও বাহিরে প্রতিটি ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিব এবং ছোট বড় অর্থাৎ প্রাথমিক সদস্য,পিতা মাতা,দাতা সংগঠন এবং সরকার প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। সংগঠনে আমরা একে অপরকে দায়িত্বশীল ও কর্তব্য পরায়ন হতে সহযোগীতা করব।
ব্যয়সাশ্রয় নীতি:
সংগঠনের আভ্যন্তরীন ব্যয়ের ক্ষেত্রে আমরা সাশ্রয়ী হব যেন অধিকাংশ অর্থ সরাসরি প্রকল্পের কাজে ব্যয় করতে পারি। প্রকল্পের কার্যক্রম বান্তবায়নের ক্ষেত্রে আমরা সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে লক্ষিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করব। এই প্রচেষ্টা ধীরে ধীরে দাতা সংগঠনের উপর আমাদের নির্ভরশীলতা হ্রাস করবে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রায় স্থায়ী পরিবর্তন আনয়নে সহায়তা করবে।
গঠনমূলক সমালোচনা ও সংগঠনের পরিচিতি প্রসার:
দারিদ্র এবং প্রান্তিকতা নিরসনে র্সবৎকৃষ্ট পন্থা অবলম্বনে "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” সংগঠন ও সদস্যদের অবস্থান ও দর্শন এবং কর্মকৌশল সকল ক্ষেত্রে গঠনমুলক সমালোচনাকে উৎসাহিত করবে। প্রতিটি কার্যক্রমে সংগঠনের পরিচিতি প্রসারের জন্য সকল সদস্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং পাশাপাশি সংগঠনের কার্যক্রমের বিশ্লেষনাত্বক সমালোচনা করবেন।
বিভিন্ন জাতি ধর্ম ও বর্ণ'র সাম্য ও সমপ্রীতি:
সময়ের পরিক্রমায় আমরা সংগঠনে বিভিন্ন জাতি ,ধর্ম,বর্ণ (বিভিন্ন পেশাজিবী) নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছি। সকলের মতাদর্শ সন্মান ও গুরুত্তের সাথে বিবেচিত হয়। তাই আমরা আশা করি "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” এই কৃষ্টিগত বৈশিষ্ট্য বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে প্রচার ও প্রসারিত করতে সক্ষম হব এবং ভবিষ্যতে তা আরও ব্যাপ্তি লাভ করবে।
সুস্থ বিনোদন:
সূচনা লগ্ন থেকে সমাজের বিভিন্ন স্তরে "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” সুস্থ বিনোদন কে উৎসাহিত করবে। সমাজে বিভিন্ন জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং জনজীবনকে প্রভাবিতকারী বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা গুলো তুলে ধরার জন্য কার্যক্রম সমূহ আমরা পুনরায় গভীর ভাবে পর্যবেক্ষণ করব। এই পদক্ষেপ কিশোর কিশোরী এবং যুব সমাজ কে সমাজের নেতিবাচক ও ক্ষতিকারক কার্যকলাপ থেকে বিরত থাকতে সহায়তা করবে।