ভালোবাসা কি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নাকি সবার জন্য ভালোবাসা?
কেনই বা- রিকশাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, পথ শিশু, ঝালমুড়ি-ওয়ালা , পথ-শিশু.........
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুন্দর আগামীর জন্য বৃক্ষ-রোপণ অভিযান ও পরিবেশ রক্ষায় যুবসমাজের করনীয় শীর্ষক............
আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) এর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন কর্মসূচি"ঈদে চাই নতুন পোষাক"...............
পৃথিবীর জনসংখ্যার অর্ধেক হচ্ছে যুব সমাজ। এই সম্ভাবনাময় যুব সমাজ সম্পর্কে পৃথিবীর সকল জনগণকে সচেতন করা ও উন্নয়ন কর্মসূচীতে যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৮ সালের ৩ নভেম্বর পরিষদের ৩৩/৭ নং সিদ্ধান্তের মাধ্যমে ১৯৮১ সাল থেকে ১৯৯০ সালকে "যুব দশক" ও ১৯৮৫ সালকে "আন্তর্জাতিক যুব বর্ষ" ঘোষনা করে।
উন্নয়ন কর্মসূচীতে যুবকদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেয়া হয়। যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে বিভিন্ন যুব সংগঠন সৃষ্টি ও বিভিন্ন যুব কার্যক্রম বাস্তবায়িত হতে থাকে। এমনি প্রেক্ষাপটে কয়েকজন সমাজ সচেতন যুবক একটি সচেতনতা মূলক উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে। আর এভাবেই "২০১৩" সালে সচেতন যুবকদের সক্রিয় উদ্যোগে সমাজ উন্নয়ন সংগঠন "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)'র উন্নয়ন কর্মসূচীতে অংশগ্রহণের পদযাত্রা শুরু হয়।