ভিশনঃ
-
এমন একটি সচেতন সমাজ যেখানে সকলের অধিকার নিশ্চিত হয়েছে।
-
সৎ, দেশপ্রেমিক, মুক্তবুদ্ধি সম্পন্ন, অসাম্প্রদায়িক, নৈতিক মানবিক মূলক্ষ্যবোধ সম্পন্ন সচেতন প্রজন্ম নির্মাণ।
মিশনঃ
-
"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)'র অস্তিত্ব অসচেতন দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও তাদের সমাজের টেকসই পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতি-বদ্ধ থেকে অংশগ্রহণ করা।
-
আবারো সবুজ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গিকার নিয়ে , নাগরিক সচেতনতা নিয়ে গড়বে সভ্য সমাজ, সুন্দর দেশ।
-
সর্বস্থরের জন সাধারণের আইনি অধিকার নিশ্চিত করনকল্পে, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে আইনের হস্তক্ষেপ নিয়ে। আমার দেশ, দেশের আইন, আমার নাগরিক অধিকার, এই অধিকার বাস্তবায়ন করা।
-
সমাজের সব ধরনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষে----- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
-
মাদক ও নাশকতা মুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে, মাদক বিরোধী অভিযানে ও প্রচারনায় সহায়তা করার লক্ষে লড়ব আমরা যুব সমাজ ।।।
-
জাতীয় সম্পদ গ্যাস , বিদ্যুৎ , পানি , ইত্যাদির সঠিক ব্যাবহার নিশ্চিত করণ । পাশাপাশি অপচয় রোধ ও দূষণমুক্ত পরিবেশ গড়ার কাজে এগুবো আমরা যুব সমাজ ।।।
-
নিরক্ষরতা দূরীকরণ প্রকল্পে পথশিশু ও গৃহকর্মীদের প্রাথমিক শিক্ষা প্রদান ।।।
-
শীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।।।
-
চিকিৎসা সেবা বঞ্চিতদের প্রাথমিক চিকিৎসার বিষয় নিশ্চিত করা ।।।
-
নারী ও শিশু নির্যাতন , নারী ও শিশু পাচার , ও এসিড সন্ত্রাস নির্মূলে লড়ব আমরা যুব সমাজ ।।।
-
সময়ের সাথে বিভিন্ন অসঙ্গতি মোকাবেলা করাই "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)"এর মূল লক্ষ্য ।।।
-
এছাড়াও, আমাদের দেশের বিভিন্ন উপলক্ষে থাকবে "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)" এর বিশেষ কার্জক্রম।।।