top of page

"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” প্রতীকের ব্যাখ্যা:

 

"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” প্রতীকে ৬টি  অংশ রয়েছে। প্রতীকের কেন্দ্রে রয়েছে লাল, এবং চারপাশে রয়েছে সবুজে ঘেরা যা বাংলাদেশের পতাকার প্রতি নির্দেশ করে ও সংগঠনটির উত্থান যে শুধুমাত্র দেশ প্রেমের ভিত্তিতে তা বুঝায়।

প্রতীকের মাঝে রয়েছে বাংলাদেশের মানচিত্র যা বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠী, লিঙ্গ সমতা এবং বিভিন্ন প্রজন্মের সহাবস্থানের চিহ্ন বহন করে। যেটি সাংগঠনিক শক্তি, পারষ্পরিক সহযোগিতা, সমাজের বিভিন্ন অংশের মধ্যকার সম্পর্ক, একতা এবং নেটওয়ার্কিং সর্বোপরি এটি পরিকল্পিত সচেতন সমাজ গঠনের প্রতিও দিকনির্দেশনা দেয়। 

সমাজে বর্তমান অসচেতনটা, অবিচার এবং শোষণকে চিহ্নিত করা হয়েছে প্রতীকের বেগুনী ও লাল চাকতি অংশে। একটি অংশ চিহ্নিত করছে স্থানীয়ভাবে সৃষ্ট সমস্যাগুলোকে। অন্যদিকে অপর অংশ চিহ্নিত করছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নীতি ও কার্যক্রম দ্বারা সৃষ্ট সমস্যাগুলো। যেগুলো দ্বারা মানুষের জীবন-জীবিকা, সমাজ মারাত্নকভাবে প্রভাবিত হয়। "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)”'র অবস্থান হচ্ছে প্রতীকের সর্বনিম্নে AGREEBA অংশে, প্রতীকের গাঢ় সবুজ রং দ্বারা অবস্থানের গভীরতা এবং মহিময়তাকে চিহ্নিত করে। প্রত্যেক ক্ষেত্রে গভীর পর্যবেক্ষণ, অংশীদারিত্ব এবং স্থায়ীত্বের ভিত্তিতেই সংগঠনের অবস্থান। 

"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” সৃষ্টি হয়েছে একতা ও সম্বনিত চেষ্টার মাধ্যমে একটি সামাজিক শক্তি হিসেবে অসচেতনটা, অবিচার এবং সমাজের শোষণ প্রক্রিয়া হ্রাস করার জন্য। সংগঠনের সকল সদস্যদের একাত্নতা, সম্বনিত কাজ "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)”'র লক্ষ্য অর্জনে সহায়ক এবং দেশ গঠনে কাঙ্খিত ফলাফল বয়ে আনবে।

bottom of page