top of page

সংগঠনের মূল্যবোধঃ

"আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” প্রত্যেক সদস্য,কর্মী,ভলান্টিয়ার এবং পরিচালনা পর্ষদ সংগঠনের নিম্নবর্ণিত বিশ্বাস ও মূল্যবোধ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ: 

 

  • দেশপ্রেম এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

  • সর্বক্ষেত্রে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় গৌরব কে প্রাধান্য দিতে হবে।

  • আমরা দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা ও উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।

 

 

দেশপ্রেম এবং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধতা:

ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা: 


আমরা বিশ্বাস করি, সমাজের ধণী, দরিদ্র,আদিবাসী, ক্ষুদ্রপেশাজীবী শ্রেণী,প্রতিবন্ধী এবং বয়স ভেদে কোন মানুষের মধ্যেই কোন ধরনের বৈষম্য থাকা উচিত নয়, এবং সকলেই সমান ভাবে আইনের আশ্রয় লাভের অধিকারী। "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)”র ও সংশ্লিষ্ট সকলের প্রতি কর্মকান্ডের কার্যকারিতা সম্পর্কে আমাদের স্বচ্ছতা ও জবাবদিহীতা থাকবে এবং যোগাযোগ ও বিবেচনার ক্ষেত্র থাকবে উন্মুক্ত। 

 

পারষ্পরিক শ্রদ্ধা এবং জেন্ডার বান্ধব মনোভাব সম্পন্নতা : 


আমরা প্রত্যেক মানুষের স্বতন্ত্র সৃষ্টিশীলতা ও সমঅধিকারে বিশ্বাসী। মানুষ এবং তার পরিবেশ উভয়ের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। আমরা বিশ্বাস করি পারষপরিক শ্রদ্ধাবোধ সত্যিকারের অংশগ্রহণ, ক্ষমতায়ন, উদ্বুদ্ধতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা নিশ্চিত করে। "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)”র সাংগঠনিক পরিবেশ হবে শ্রদ্ধাবোধ ও জেন্ডার সমতার ভিত্তিতে যেখানে প্রত্যেকে নারী বা পুরুষ হিসেবে নয় মানুষ হিসেবে বিবেচিত হবে। নারী ও বালিকাদের অধিকার সংরক্ষনে প্রয়োজনে তাদেরকে আলাদা ভাবে বিবেচনা করা হবে। 

 

মান সম্পন্নতা এবং উৎকর্ষতা : 


আমাদের আচরণ ও কার্যক্রমের সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। এর জন্য প্রয়োজনে আমাদের সংগঠন ও কাজে প্রতিনিয়ত নতুনত্ব ও সংষ্কার আনয়ন করব। আমরা বিশ্বাস করি ব্যর্থতার ভয় কাটিয়ে আমাদের অবিরাম সৃষ্টিশীলতা ও নতুনত্বের অন্বেষন করা উচিত। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আমাদের অবশ্যই স্বচ্ছ, জবাবদিহি, সময়োচিত হতে হবে এবং সঠিক ও নিয়ন্ত্রিত উপায়ে কাজ করতে হবে। 

 

বিনম্রতা এবং আত্মবিশ্বাস : 


প্রতিষ্ঠাতা সদস্য এবং উন্নয়ন সহযোগীদের প্রতি বিনয়ের ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকব। সমাজ ,মতানৈক্য এবং সৃষ্টিশীলতার প্রতি আমরা সহনশীল ও শ্রদ্ধাশীল থাকব। প্রত্যেক মানুষই স্বতন্ত্র গুনাবলী দ্বারা আমাদের কাছে অনন্য ও শ্রদ্ধাভাজন। অভিজ্ঞতা, গুনাবলী এবং অংগীকারের উপর ভিত্তি করে আমরা সচেতন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষাবলম্বনে আত্নবিশ্বাসী হব। 

 

বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ : 


আমরা বিশ্বাস করি বৈচিত্রতা/ভিন্নতা হচ্ছে প্রত্যেক সমাজের সহজাত বৈশিষ্ট্য যা সৃষ্টিশীলতার দ্বার উন্মুক্ত করে। ঐক্য সৃষ্টির জন্য আমরা বৈচিত্রতার প্রতি শ্রদ্ধাশীল থাকব। 

 

পরিবেশ এবং প্রতিবেশের প্রতি সহমর্মিতা : 


আমরা বিশ্বাস করি নিরাপদ ও স্বাস্ব্যসম্মত জীবন যাপনের জন্য সুস্থ পরিবেশ এবং বাস্তুুবিদ্যা অবিচ্ছেদ্দ্য। পরিবেশ ও প্রাণীজগতের সুরক্ষা ও উন্নয়নে এবং এর ক্ষতি সাধন করতে পারে এমন পদক্ষেপের বিরুদ্ধে "আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা)” সর্বদা সক্রিয় থাকবে। 

bottom of page