মায়ের জন্য ভালবাসা
বিশ্ব মা দিবস ২০১৫ উপলক্ষে -
Again Green Bangladesh (agreeba) আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) এগ্রীবা রক্ত যোদ্ধাপরিবার ও নিরাময় ফাউন্ডেশন যৌথ ভাবে "মায়ের জন্য ভালবাসা" ইভেন্ট এর আয়োজন করে।
পৃথিবীর সকল মায়েদের প্রতি সম্মাননা জানাতে আমরা আয়োজন করেছিলাম - মা দিবসের জন্য একটি স্পেশাল সারপ্রাইজিং সেগমেন্ট এর... তাই আমরা কিছু সন্তান মিলে চেষ্টা করেছিলাম কিছু মায়ের মুখে হাসি ফুটাতে.... জানিনা কতটুকু পেরেছি... তবে ওই মা গুলোর আবেগী চোখগুলো বলেছে আমরা পেরেছি সত্যিই পেরেছি কিছু মায়ের মুখে অন্তত কিছুক্ষণের জন্য হলেও হাসি ফুটাতে পেরেছি... আমরা ১০০ মা কে ১০০ গোলাপ ফুল এবং অন্যান্য টুকটাক উপহার দিয়েছি... যমুনা ফিঊচার পার্কে শপিং করতে আসা মা থেকে শুরু করে রাস্তার ভিক্ষুক মা , সবার মুখেই হাসি ফুটানোর চেষ্টা করেছি আমরা.....