বিশ্ব ভালবাসা দিবসে "সবার জন্য ভালোবাসা"
- JOBAIR ALAM
- Feb 14, 2015
- 1 min read
ভালোবাসা কি শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ নাকি সবার জন্য ভালোবাসা? কেনই বা- রিকশাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, পথ শিশু, ঝালমুড়ি-ওয়ালা , পান-বিক্রেতা, বাদামওয়ালা, শ্রমিক, দিনমজুর, গৃহ-কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, ... ভালোবাসা দিবসে, ভালোবাসা থেকে বঞ্চিত থাকবে। আমরা দিয়েছি ভালোবাসা দিবসের নতুন সংজ্ঞা। তাই আজ ১৪ই ফেব্রুয়ারী আমরা এসকল নিন্মআয়ের পেশাজীবীদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করেছি। ভালোবাসার নিদর্শনস্বরূপ আমরা তাদেরকে ভালোবাসা দিবসের ফুল দিয়ে সাথে দিয়েছি উপহার। ভালোবাসা কোন নির্দিষ্ট দিনের জন্য নয় , যেমন ঠিক তেমনি নির্দিষ্ট কারো জন্য নয়। আমরাই পারি এই দৃষ্টি ভঙ্গি দূর করতে, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে । এই কথাকে বাস্তবায়ন করতে আমরা সর্বদা অবিচল।





































Comments