রক্তের গ্রুপ নির্নয়ের মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপন
সাধারণত পহেলা বৈশাখ উৎযাপন করা হয় পান্তা-ইলিশের মাধ্যমে। অনেকে আবার এই দিন প্রিয় মানুষটাকে সাথে নিয়ে ঘুরে কাটিয়ে। গাজীপুর সিটির সাইনবোর্ড এলাকার কিছু যুবক-যুবতী দিনটা উৎযাপন করল একেবারে ভিন্ন ভাবে। তারা এই দিন সাধারণ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে সচেতন করার মাধ্যমে দিনটা উৎযাপন করে।
সাধারণ মানুষ খুব বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন আমার বিগত বছরের অবিজ্ঞতা থেকে বলতেছি আমি সব সময় দেখেছি আমাদের যুব সমাজ সাধারণত নানান খারাপ কাজের মাধ্যমে বছরের প্রথমদিন অতিবাহিত করে, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমাদের যুব সমাজের এতটা পরিবর্তন হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন আবারো সবুজ বাংলাদেশ(এগ্রীবা) ও নিরাময় ফাউন্ডেশন এবং সহযোগিতায় ছিল সান সাইন ব্লাড ডোনেশন ক্লাব ও বরিশাল ব্লাড ডোনারস।