শ্রমিকদের জন্য দোয়া ও মিলাদ
পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে- Again Green Bangladesh (agreeba) আবারো সবুজ বাংলাদেশ (এগ্রীবা) এগ্রীবা রক্ত যোদ্ধা পরিবারের পক্ষ থেকে মেহনতি শ্রমিকদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শ্রমিক ভাইদের সার্বিক ও পেশাগত উন্নয়ন দেশ গঠনে তাদের গুরুত্বপুর্ন অবদানের জন্য দোয়া চাওয়া হয়। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মদীনাতুল উলুম মডেল ইনস্টিটিউট গার্লস কামিল মাদরাসা- তেজগাঁও এর প্রিন্সিপাল মাওঃ তাজুল আলম।