পথ শিশুদের সাথে একদিন
পথ শিশুদের নিয়ে আমরা অনেক কিছু করার ইচ্ছা পোষণ করি কিন্তু করা হয় না। আমরা কি ভাবে করব সেটা ভেবে পাইনা। আমাদের চোখে আঙ্গুল দিয়ে সমাজের কিছু যুবক দেখিয়ে দিল কি ভাবে পথ শিশুদের জন্য কিছু করতে হয়। গত ১৩/০৩/২০১৫ তারিখ শুক্রবার “জীবন তরী” নামক একটি সংগঠন “পথ শিশুদের সাথে একদিন” শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করে। এই ইভেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বেচ্ছাসেবকরা পথ শিশুদের সাথে একটি দিন উৎযাপন করে। সকাল ১০ টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর মাধ্যমে তাদের ইভেন্টের সূচনা করে।
এই কর্মসূচীটি পরিচালনার দায়িত্বে ছিল আবারো সবুজ বাংলাদেশের (এগ্রীবা) প্রতিষ্ঠাতা জোবায়ের আলম। উক্ত অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে। বিকাল ৩ টা থেকে শুরু হয় পথ শিশুদের সাথে কার্যক্রম। পথ শিশুদের সাথে খেলাধুলা করা, খেলনা বিতরণ, পোশাক বিতরণ ও সর্বশেষ তাদের সাথে খাওয়া-দাওয়া করা হয়।
এই দিন রবীন্দ্র সরোবরে উপস্থিত সকলে অবাক হয়ে যায় এই ধরেনের একটা ইভেন্ট দেখে।
আনোয়ার হোসেন নামে এক জন বলেন, আমি এখানে ঘুরতে এসেছিলাম, এখানে এসে আমি অবাক, জীবন তরী সংগঠনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
রবীন্দ্র সরোবরে ঘুরতে আশা অনেকে পরবর্তীতে ইভেন্টে অংশগ্রহণ করে এবং পথ শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেন।
পথ শিশুরা অনেকে তাদের নিয়ে এই ধরনের একটা আয়োজন হওয়ায় অনেক খুশী, তাদের অনেকে আশা করে, তাদের শিক্ষার ব্যবস্থা করার মাধ্যমে দেশের জন্য কিছু করার সুযোগ প্রদান করা হবে।
জীবন তরী সংগঠনের সভাপতি মোঃ উদয় হাসান বলেন, আমরা এতটা সাড়া পাব আশা করিনি, আমার কাছে অনেক ভাল লাগছে আমি এই ধরনের একটা ইভেন্টের আয়োজন করতে পেরে।
আবারো সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জোবায়ের আলম বলেন, আমাদের সমাজের কিছু মানুষের ধারণা পথ শিশুরা আমাদের সমাজের অংশ নয়, তারা শুধু মাত্র অন্যের কাছ থেকে খাবার, পোশাক চেয়ে নেয়ার জন্য। আমি আপনাদের বলছি আপনার কি কোন দিন ভালোবেসে ওদেরকে কাছে টেনে নিয়েছেন? ভালোবাসার হাত কি তাদের মাথায় রেখেছেন? শুধু অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের মাথায় ভালোবাসার হাত রাখেন, দেখবেন ওরাও সমাজের জন্য ভালকিছু করতে পারবে।
ইভেন্টের স্বেচ্ছাসেবক এক্সিকিউটিভ নাহিদ বলেন, আমি এই ধরনের একটা ইভেন্টের আয়োজন করতে পেরে গর্ববোধ করছি। আমি এই ধরনের ইভেন্ট আরো আয়োজন করব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ঠিক আজকের মত।
উক্ত ইভেন্টে শতাধিক স্বেচ্ছাসেবক অনলাইনে ফরম ফিলাপের মাধ্যমে উপস্থিত হয়।
ইভেন্টে বিভিন্ন ভাবে সহযোগিতা প্রদান করে কাউছার মাহমুদ মাহিম, ফজলে রাব্বি, সাকিব মিয়াজি,সাইফুল ইসলাম জনি প্রমুখ।