১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও কৃতি যুব সম্মাননা-২০১৪ প্রদান
সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কৃতি যুব সম্মাননা অনষ্ঠানে সংগঠনের কর্নধার এস, এম, জোবায়ের আলম যুব সমাজের প্রতি আহ্বান জানান- আজ সমাজে কতিপয় লোকের জন্য অন্যায় প্রতিষ্ঠিত, তাই যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ গড়ে আইনের মাধ্যমে অন্যায়কারীদের শাস্তি প্রদান করতে হবে।
উক্ত অনুষ্ঠানে এগ্রীবা'র পক্ষ থেকে ১৭টি সংগঠনকে কৃতি যুব সম্মাননা -২০১৪ প্রদান করা হয়।