আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গাজীপুরে মানববন্ধন, র্যালি ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এগ্রীবার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ব্যাপক গণসচেতনতা তৈরি, জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া জনগণকে মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধকরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা-উপজেলায় মাদক বিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ, বিভিন্ন ধরনের যানবাহনে স্টিকার লাগানো, মাদক বিরোধী মাইকিং করা, মাদকপ্রবণ এলাকায় গম্ভীরা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শন।
মরছে আমার পাড়ার ভাই, মাদক মুক্ত সমাজ চাই।